মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর মরক্কোর দুই সদস্য নিহত হয়েছেন। শান্তি বাহিনী একথা জানিয়েছে। এই হামলার জন্য খ্রিষ্টান মিলিশিয়াদের দায়ী করা হচ্ছে।
দুই দিন আগে শান্তিরক্ষী বাহিনীর একই দলের আরো একজন সৈন্য নিহত হওয়ার পর সর্বশেষ ঘটনাটি ঘটল। খবর এএফপি’র।
শান্তিরক্ষী বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘এমআইএনইউএসসিএ (শান্তিরক্ষী বাহিনী) রিজেন্টস অত্যন্ত দুঃখের সঙ্গে আরো দুই নীল হেলমেটধারী সৈন্যের মৃত্যুর খবর জানাচ্ছে। মঙ্গলবার বিকেলে বাঙ্গাসোউয়ে এরা নিহত হন।’
শহরটি রাজধানী বাঙ্গুই থেকে ৭শ’ কিলোমিটার পূর্বে অবস্থিত।
জাতিসংঘের সংস্থাটি আরও জানায়, সন্দেহভাজন বালাকা-বিরোধী যোদ্ধাদের আকস্মিক হামলায় এরা প্রাণ হারায়। এই ঘটনায় অপর একজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য সামান্য আহত হয়েছে।’
বিডি প্রতিদিন/২৬ জুলাই ২০১৭/এনায়েত করিম