রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার ওপর আরোপ করার জন্য প্রস্তাবিত নতুন মার্কিন নিষেধাজ্ঞাগুলো আইনে পরিণত করা হলে, এর প্রতিশোধ নেবে রাশিয়া। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়, মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্যরা মঙ্গলবার নতুন নিষেধাজ্ঞা বিল পাস নিয়ে ভোটদান করেন। তার মধ্যে, বিলটি পাসের পক্ষে ভোট দেন প্রতিনিধি পরিষদের ৪১৯ সদস্য ও বিপক্ষে ভোট দেন তিনজন। এই নিষেধাজ্ঞা বিল অনুসারে রাশিয়ার পাশাপাশি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে, ইরান ও উত্তর কোরিয়ার ওপরেও।
বৃহস্পতিবার সিনেট থেকে বিশাল ব্যবধানে পাস হয় এই বিল। বৃহস্পতিবার, হোয়াইট হাউজের অভিযোগ থাকা সত্ত্বেও ৯৮-২ ভোটে পাস হয় বিলটি। এখন বিলটি যাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে, স্বাক্ষরিত হওয়ার জন্য। ট্রাম্প যদি বিলটিতে স্বাক্ষর না করেন, তাহলে চরম সমালোচনার মুখে পড়তে পারেন। ইতিমধ্যেই তার প্রশাসন রাশিয়াকে নিয়ে কেলেঙ্কারিতে জড়িয়ে আছে। অভিযোগ রয়েছে, মার্কিন নির্বাচনে জয়ী হতে ট্রাম্পকে সহায়তা করেছে রাশিয়া। প্রসঙ্গত, এ বছরের জি-২০ বৈঠকে পুতিনের সঙ্গে দুবার বৈঠকে বসেছেন ট্রাম্প।
এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ‘আমরা খুবই সংযত ও সহিষ্ণু আচরণ করছি। কিন্তু কোনো না কোনো মুহূর্তে আমাদেরকে পাল্টা জবাব দিতেই হবে।’ নিষেধাজ্ঞাগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের দেশের প্রতি এই অশেষ ঔদ্ধত আচরণ সহ্য করা সম্ভব নয়। এই চর্চা অগ্রহণযোগ্য- এটা আন্তর্জাতিক সমপর্ক ও আন্তর্জাতিক আইন ধ্বংস করে দেয়।’
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন