ছয় মাসের মাথায় চিফ অব স্টাফ রেইন্স প্রিবাসকে বরখাস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার টুইটারে এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। রেইন্স প্রিবাসের জায়গায় নিয়োগ পেয়েছেন হোমল্যান্ড সিকিউরিটির ডিরেক্টর চার তারকা জেনারেল জন কেলি। তিনি আগামী সোমবার থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
রেইন্স প্রিবাস গণমাধ্যমে কাছে ট্রাম্প প্রশাসনের বিষয়ে গোপন তথ্য ফাঁস করেছেন এমন অভিযোগ আছে। সেজন্যই তাকে সরে যেতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জন কেলির নিয়োগের বিষয়ে শনিবার টুইটারে ট্রাম্প লিখেছেন, 'আমি আপনাদের জানাতে চাই জেনারেল/সেক্রেটারি জন এফ কেলিকে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছি। তিনি একজন মহান আমেরিকান।'
ট্রাম্প প্রশাসনের নতুন এ সিদ্ধান্তে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাননি রেইন্স প্রিবাস। লং আইল্যান্ড থেকে ওয়াশিংটনে ফেরার পর ট্রাম্প টুইটারে নিজের সিদ্ধান্তের বিষয়টি জানান। ট্রাম্পের সঙ্গে সফরে রেইন্স প্রিবাসও ছিলেন। কী ঘটতে যাচ্ছে আশেপাশের কাউকেই কিছু আঁচ করতে দেননি তিনি। ওয়াশিংটনে ফেরার পর বিমান থেকে নেমে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই গাড়িতে করে নিজের গন্তব্যে চলে যান। এ বিষয়ে কোনো মন্তব্যও তিনি করেননি।সূত্র : বিবিসি ও নিউ ইয়র্ক টাইমস
বিডি প্রতিদিন/২৯ জুলাই, ২০১৭/ফারজানা