পাকিস্তানের 'অন্তর্বর্তী' প্রধানমন্ত্রী হচ্ছেন সাবেক পেট্রোলিয়ামমন্ত্রী শহিদ খাকন আব্বাসি। শুক্রবার সুপ্রিমকোর্ট নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করার পর আজ শনিবার ক্ষমতাসীন মুসলিম লিগ (এন) এই সিদ্ধান্ত নেয়।
নওয়াজ শরিফের বিদায় নেয়ার পর আরও অনেকের কথা আলোচনায় এলেও আব্বাসির কথা শোনা যায়নি। তিনিই এখন পাকিস্তানের প্রধান নিবার্হী হচ্ছেন।
অন্যদিকে নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি জাতীয় পরিষদের সদস্য হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের নিয়ম অনুযায়ী, জাতীয় পরিষদের সদস্য না হলে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন না।
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৭/আরাফাত