আফ্রিকার দারিদ্র কবলিত দেশ বতসোয়ানায় তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে ঢুকতে দিলেই ক্ষতি হবে। তার সফর বাতিল করা হোক। আর সফর বাতিল না করা হলে দেশটিতে বিনিয়োগ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন।
বতসোয়ানায় যত বিদেশি বিনিয়োগ হয় তার বৃহত্তম অংশীদার হল চীন। ফলে বেজিংয়ের হুমকি চিন্তিত সে দেশের সরকার।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং জানিয়েছেন, কোনও অবস্থায় দালাই লামার সফর মেনে নেওয়া হবে না।
আগামী মাসে চতুর্দশ দালাই লামার বতসোয়ানা সফর সূচি নির্ধারিত। রাজধানী গ্যাবোর্নিতে মানবাধিকার সংক্রান্ত একটি সম্মেলনে তার ভাষণ দেওয়ার কথা। আগামী ১৭-১৮ অগাস্ট তিনি এই দেশেই থাকবেন। সফরে বতসোয়ানার প্রেসিডেন্টের সঙ্গে করার কথা রয়েছে। এরই মধ্যে চীন সরকারের হুমকিতে ছড়িয়েছে চাঞ্চল্য
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৭/আরাফাত