অস্ট্রেলিয়ায় 'বিমান ভূপাতিত করার একটি পরিকল্পনা' নস্যাৎ করে দিয়েছে দেশটির কাউন্টার টেররিজম পুলিশ। দেশটির প্রধানমন্ত্রীর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানান, দেশটির পুলিশ একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে। সন্ত্রাসীরা একটি বিমান ভূপাতিত করার ষড়যন্ত্র করছিল। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম এবিসির খবরে বলা হচ্ছে, সারি হিলস, লাকেম্বা, ওয়াইলি পার্ক এবং পাঞ্চবৌলে এসব অভিযান চালানো হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন