সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়িবোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। রবিবার রাজধানীর ব্যস্ততম মাকা আল মুকারাম সড়কে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা রয়টার্সকে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ওই সড়কের সামনে পুলিশ গাড়ি তল্লাশি চালাচ্ছিল। ট্রাফিক সিগন্যাল পড়তেই বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হতাহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মী ও বেসামরিক লোকজনকে হতাহতদের হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে সন্ত্রাসীগোষ্ঠী আল-শাবাব সোমালিয়ায় এ ধরনের হামলা চালিয়ে থাকে।
গত এক মাসে রাজধানীতে এ ধরনের হামলার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সোমালিয়ার প্রধানমন্ত্রী হাসান আলি খায়রে।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৭/আরাফাত