দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে একের পর এক নৃশংস হত্যাকান্ড ও সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির পক্ষ থেকে এসব ঘটনার দ্রুত তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, ঢাকা, খুলনা ও চাঁদপুরে সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকান্ডগুলো প্রমাণ করে, সহিংসতা ও বিচারহীনতা আমাদের সমাজকে কতটা গ্রাস করেছে। রাজধানীর মিটফোর্ডে চাঁদা না দেওয়ায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যুবদলের মঈন ও তার সহযোগীরা পাথর দিয়ে মাথা থেঁতলিয়ে হত্যা করেছে। এ ঘটনায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধীরা কীভাবে বেপরোয়া হয়ে উঠছে, তা আবারও স্পষ্ট হয়েছে। খুলনায় যুবদল নেতা মাহবুবকে গুলি করে ও পায়ের রগ কেটে হত্যার ঘটনায় রাজনৈতিক সহিংসতার ভয়াবহতা আরও সামনে এসেছে। চাঁদপুরে জুমার নামাজের পর মসজিদের ইমাম মাওলানা নূরুর রহমানকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে একই নামাজে অংশগ্রহণকারী এক ব্যক্তি কুপিয়ে জখম করেন। এ ঘটনা ধর্মীয় উগ্রতা ও উন্মাদনার বিপজ্জনক দৃষ্টান্ত।
বিবৃতিতে আরও বলা হয়, এ তিনটি ঘটনা আমাদের সামাজিক ও রাজনৈতিক সংকটের চিত্র তুলে ধরে। এসব ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।