পানামা কাণ্ডে নিজের ক্ষমতা হারিয়েছেন নওয়াজ শরিফ। এর ফলে শঙ্কার মুখে পাকিস্তানের গণতান্ত্রিক সরকার। ফের সামরিক অভ্যুত্থানের আশঙ্কাতে পাকিস্তান। এমনই পরিস্থিতিতে পাকিস্তানের রাজনীতির মূলস্রোতে আত্মপ্রকাশ করতে চলেছে ‘জামাত-উদ-দাওয়া’ (জেইউডি)।
উল্লেখ্য জন্মলগ্নের পর থেকেই পাকিস্তানের রাজনীতিতে পরোক্ষভাবে প্রভাব খাটিয়ে এসেছে এই মৌলবাদী শক্তি। এবার মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সাঈদের জেহাদি সংগঠনটি ‘মিল্লি মুসলিম লিগ’ নাম নিয়ে পাকিস্তানের রাজনীতির মূলস্রোতে প্রবেশ করতে চলেছে। ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস। সূত্রের খবর, সেদিনই লাহোরে একটি অনুষ্ঠানে দলটির আনুষ্ঠানিক ঘোষণা করতে চলেছে জঙ্গি সইদ।
সম্প্রতি পানামা কাণ্ডে সুপ্রিম কোর্টের ধাক্কায় প্রধানমন্ত্রীর গদি হারিয়েছেন নওয়াজ শরিফ। ক্ষমতায় এসেছেন শাহিদ আব্বাসি। তবে পাকিস্তান আর্মি ও আইএসআইয়ের কল্যাণে ফের সামরিক শাসন যে চালু হবে না নিশ্চিত ভাবে একথা কেউ বলতে পারছে না। এমনই পরিস্থিতিতে হাফিজ সইদের মতো জঙ্গিনেতাদের রাজনীতিতে প্রবেশ করার খবর পাওয়া গেল।
উল্লেখ্য, ২০০৮ সালের মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সাঈদের ভারত ও আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় শীর্ষে। ওই জঙ্গির মাথার দাম ১০ মিলিয়ন ডলার ধার্য করেছে ওয়াশিংটন। অবশেষে চাপে পড়ে জঙ্গিসংগঠন লস্কর-ই-তৈবার প্রধান সইদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় পাকিস্তান। চলতি বছরের জানুয়ারি মাসেই থেকেই তাকে নজরবন্দি করে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ৪ আগস্ট, ২০১৭/ তাফসীর