ভারত শাসিত কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শনিবার জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) তিন সদস্য নিহত হয়েছে বলে দেশটির পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে পুলিশের এক কর্মকর্তা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গোপন তথ্যের ভিত্তিতে সোপোরের আমারগড় এলাকায় অভিযান চালায়। এসময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা তাদের ওপর গুলি চালায়।
পরে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধে তিন জঙ্গি নিহত হয়। তাদের কাছ থেকে তিনটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
সূত্র: এএফপি
বিডি-প্রতিদিন/০৫ আগস্ট, ২০১৭/ওয়াসিফ