কঙ্গোর আদিবাসী অধ্যুষিত কাসাই প্রদেশে তিন মাসে (মার্চ থেকে জুন) ৬২ শিশুসহ ২৫০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের শিকার হয়েছে এমন পরিবারের ১০০ সদস্যদের সাক্ষাৎকার নেয়ার পর এ তথ্য প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন।
জাতিসংঘ জানিয়েছে, কাসাই প্রদেশে ৮০টির বেশি গণকবর তারা চিহ্ণিত করেছে। এসব হত্যাকাণ্ডের জন্য সরকারের দিকেই আঙ্গুল তুলেছে প্রতিষ্ঠানটি। তাদের মতে আদিবাসীদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিতেই কঙ্গোর সরকার এ গণহত্যা চালাচ্ছে। সূত্র : ইনডিপেনডেন্ট
বিডি প্রতিদিন/৫ আগস্ট, ২০১৭/ফারজানা