নতুন করে উগ্র জাতীয়তাবাদী বৌদ্ধদের হামলায় মিয়ানমারের মুসলিমদের মধ্যে আতঙ্ক শুরু হয়েছে। এতে সেখানে নতুন করে ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। মুসলিম যুবকদের ওপর মুখোশধারী বৌদ্ধ ভিক্ষুদের নেতৃত্বে হামলা চালানো হচ্ছে বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
খবরে বলা হয়, মুখোশধারী বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় উপাসনালয় ভেঙে দিচ্ছে। বৃহস্পতিবার ভোরে মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত সাক্য নউই সিন এলাকায় লাঠি ও তরবারি নিয়ে প্রবেশ করে সশস্ত্র প্রায় ৩০ ব্যক্তি। তারা সেখানে প্রবেশ করেই হামলা চালায়। ওই সংঘর্ষে দু’জন মুসলিম যুবক আহত হয়েছেন। তবে এটা কোনো জাতিগত সংঘর্ষের ঘটনা নয় বলে দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মেহর মুয়াং হটাই বলেছেন, যুবকদের মধ্যে শুধু সংঘর্ষ হয়েছে। তবে মান্দালয়ের অধিবাসীরা বলেছেন, এই ঘটনাটি ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষের মতোই ছিল। ২০১৪ সালে একই এলাকায় এমন দাঙ্গা হয়েছে। ২০১১ সালের শুরুতে সামরিক শাসন থেকে গণতন্ত্রে ফেরা শুরু হওয়ার পর মান্দালয় ও অন্যান্য বড় শহরে ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষ দেখা দিয়েছে। ২০১২ সালে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর ভয়াবহ হামলা চালানো হয়। এতে কমপক্ষে ২০০ মানুষ নিহত ও হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
বিডি প্রতিদিন/৫ আগস্ট ২০১৭/হিমেল