দক্ষিণ নাইজেরিয়ায় এক গির্জায় বন্দুক হামলায় কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে। এসময় আরো ২০ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্য আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, ওনিটশা শহরের কাছাকাছি ওযুবুলু এলাকায় এক গির্জাতে সকালের প্রার্থনায় এ হামলা চালানো হয়। এ ব্যাপারে প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন, মুখোশ পরা পাঁচ বন্দুকধারী রবিবার স্থানীয় সময় ভোর ৬টা নাগাদ চার্চে ঢুকে এ হামলা চালায়। তবে দলগতভাবে নাকি একজন বন্দুকধারী এ হামলা চালিয়েছে সেটা নিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম একেকভাবে প্রতিবেদন প্রকাশ করে।
এদিকে পুলিশ বলছে, জাতিগত বিবেধের ফলে এ হামলা হয়। অন্যদিকে পুলিশের আরেকটি সূত্র জানাচ্ছে, মাদক বাণিজ্যের বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে।
আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৭/ওয়াসিফ