আমরা ভারতের সঙ্গে শান্তি স্থাপনেই আগ্রহী। নয়া দিল্লিই বরং গোল বাঁধাচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ। সিয়ালকোটে সাংবাদিক বৈঠককে তিনি এই কথা বলেন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির জন্য সেখানে দিল্লিকেই দোষ দেন তিনি।
তিনি বলেন, পাকিস্তান বরাবরই ভারত এবং আফগানিস্তানের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চেয়েছে। দুই প্রতিবেশি দেশের তরফেই বরং কোনও ইতিবাচক প্রতিক্রিয়া মেলেনি। বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে পুরনো দ্বন্দ্ব ভুলে এগিয়ে আসা উচিত তাদের। পাকিস্তানের শান্তি স্থাপনের আর্জিতে সাড়া দেওয়া উচিত। নইলে ভবিষ্যতেও একে অপরকে দোষারোপ করে যেতে হবে।
এর আগে ক্ষমতাচ্যুত নওয়াজ শরিফের মন্ত্রিসভায় সামরিক বিভাগের দায়িত্বে ছিলেন খোয়াজা মহম্মদ আসিফ। একমাত্র কাশ্মীর সমস্যার সমাধান করতে পারলেই দুই দেশের মধ্যে দীর্ঘ মেয়াদি শান্তি স্থাপন সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। তার মতে, কীভাবে সীমানা নিরাপদ রাখতে হয় তা আমরা বিলক্ষণ জানি। তবে দুই দেশের মধ্যে শান্তি স্থাপন করতে কাশ্মীর সমস্যার সমাধানই এক মাত্র উপায়।
এ ব্যাপারে আগের সরকারের সুরই ধরা পড়েছে তার কথায়। কাশ্মীরবাসীর আত্মনির্ধারণের সবরকম অধিকার আছে বলে দাবি করেন তিনি।
সন্ত্রাস দমনে পক্ষপাতিত্ব করা নিয়ে দুই দিন আগেই ইসলামাবাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেনারেল এইচআর ম্যাকমাস্টার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের আচরণ বরদাস্ত করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। তবে তার অভিযোগ মানতে নারাজ খোয়াজা মহম্মদ আসিফ।
তার দাবি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে পাকিস্তান। যার ফলও মিলেছে হাতেনাতে। দেশে স্থিতিশীলতা ফিরেছে। পাকিস্তানি সেনার আত্মত্যাগের জন্যই যা সম্ভব হয়েছে। সন্ত্রাসের বিরুদ্ধে তাদের লড়াইকে আন্তর্জাতিক মহলের একাংশ স্বীকৃতি দিয়েছে বলে দাবি করেন তিনি।
বিডি প্রতিদিন/০৭ আগস্ট ২০১৭/আরাফাত