দক্ষিণ কোরিয়ার মাটিতে ১১০০ কোটি ডলারের ঘাঁটি উদ্বোধন করল আমেরিকা। ঘাঁটিতে মার্কিন ৪৫ হাজারের বেশি সেনা, ঠিকাদার এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের থাকার ব্যবস্থা করা হবে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় মার্কিন এই সেনা সদর দফতর পিয়ংইয়ংয়ের কামানের আওতার বাইরে থাকবে। পুরো মার্কিন সেনাঘাঁটিকে খুদে মার্কিন নগরী হিসেবে গড়ে তোলা হয়েছে।
৩৪৫৪ একর জায়গা জুড়ে অবস্থিত ঘাঁটিটি আমেরিকার বাইরে অন্যতম বৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি। ঘাঁটিতে চারটি বিদ্যালয়, পাঁচটি গির্জা এবং অনেকগুলো ফাস্ট-ফুডের চেইন রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া একটি গলফ কোর্স এবং একটি মুদি দোকান রয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ঘাঁটি সরিয়ে নেওয়ার জন্য গত ৩০ বছর ধরে চেষ্টা করেছে মার্কিন বাহিনী।
পিয়ংইয়ংয়ের কামানের পাল্লার বাইরে এই ঘাঁটি সরিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। কিন্তু রাজনৈতিক এবং তহবিল সমস্যায় এ কাজে বিলম্ব ঘটেছে। অবশেষে সেই ঘাঁটি নতুন রূপ পেল।
বিডি প্রতিদিন/০৭ আগস্ট ২০১৭/আরাফাত