মেক্সিকোর জনপ্রিয় লস কাবোস আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। রবিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এ ব্যাপারে বাজা ক্যালিফোর্নিয়া সুর রাজ্যের প্রসিকিউটররা জানান, পর্যটকরা সান জোসে ডেল কাবোর পামিলা সৈকতে সূর্যস্নান করছিলেন। এসময় গোলাগুলির ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ তিনটি লাশ পাওয়া যায়। এ ঘটনায় অপর দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর কর্তৃপক্ষ সৈকত থেকে সাধারণ মানুষকে বের করে তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।
বিডি-প্রতিদিন/০৭ আগস্ট, ২০১৭/ওয়াসিফ