সম্প্রতি রাশিয়া ও ইন্দোনেশিয়া 'সুখোই এসইউ-৩৫' যুদ্ধবিমানটির জন্য চুক্তিবদ্ধ হয়েছে। ইন্দোনেশিয়ার পিটি পেরুসাহান পেরদাহগানগান এবং রাশিয়ার রোস্টেক লগ্নীকারি সংস্থা দুটি চুক্তিবদ্ধ হয়। ইন্দোনেশিয়ার বাণিজ্য দফতর সূত্রে খবর, এই চুক্তি অনুযায়ী পাম তেল, চা এবং কফি সরবরাহ করা হবে। বদলে ওই দেশে আসবে যুদ্ধবিমান।
এই বিশেষ চুক্তিটি মস্কোতে সাক্ষরিত হয়। এই চুক্তির অন্তর্ভুক্ত সমস্ত বিষয়গুলি এখনই প্রকাশ করা হয়নি। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এমনটাই জানানো হয়েছে৷ ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী এনগারটিআস্টো লুকিতা শুক্রবার এই বিষয়টি নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন৷ তিনি জানিয়েছেন, এই বিশেষ চুক্তি অনুযায়ী দুটি দেশের সরকারই এই বিশেষ বিষয়টির উপর নজরদারি চালাচ্ছেন। এই চুক্তির অধীনে রয়েছে মোট ১১টি সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান। তেল, চা এবং কফি ছাড়াও সামরিক ক্ষেত্রের বিভিন্ন জিনিসও এই চুক্তির অন্তর্ভুক্ত। এই বিশেষ চুক্তিটির মারফত ইন্দোনেশিয়া পাম তেলের জিনিসগুলির সরবরাহ করার জন্যই এই চুক্তিবদ্ধ হয়েছে। লুকিতা আরও জানিয়েছেন, ইন্দোনেশিয়া রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক চুক্তি আরো বাড়ানোর জন্যই এই বিশেষ চুক্তিতে আবদ্ধ হয়েছে। খবর কলকাতা টুয়েন্টিফোর।
বিডি প্রতিদিন/এ মজুমদার