দুষ্কৃতি সন্দেহে প্রকাশ্য রাস্তায় এক গাড়ি চালককে গুলি চালাল পুলিশ। ঘটনাটি ঘটেছে ব্রাসেলসের মোলেনবিকে। মঙ্গলবার এই ঘটনায় এলাকা জুড়ে আতংক ছড়িয়েছে। ওই দুষ্কৃতিকে গ্রেফতার করেছে পুলিশ। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকাটি৷
পুলিশ সূত্রে খবর, পুলিশের জেরার মুখে ভেঙে পরে ওই দুষ্কৃতি। তার গাড়িতে অনেক বিস্ফোরক ছিল বলে স্বীকার করে সে। এরপরই খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে।
এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানিয়েছে, অভিযুক্ত গাড়ি চালক উদ্দেশ্যহীন ভাবে রাস্তায় গাড়ি চালাচ্ছিল। ট্রাফিক সিগন্যালও মানছিল না সে। এরপরই পুলিশের সন্দেহ হয়। পুলিশ তারপর এমন পদক্ষেপ নেয়।
বিডি-প্রতিদিন/০৯ আগস্ট, ২০১৭/ তাফসীর