কঙ্গোতে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দুই শতাধিক ছাড়িয়েছে। দেশটির ইতুরি প্রদেশে জেলেদের গ্রাম বলে পরিচিত টোরাতে ৫৭টি বাড়ি মাটির নিচে চলে গেছে। এমনটাই জানিয়েছেন প্রাদেশিক গভর্ণর প্যাসিফিক কেটা।
এ ব্যাপারে তিনি জানান, রেডক্রসের সহযোগিতায় ৫০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কেটা জাতিসংঘের সহায়তা আশা করেছেন। কারণ ওই অঞ্চলটি পার্বত্য এলাকা। ফলে সেখানে উদ্ধারকাজ চালানো কঠিন হয়ে পড়ছে।
গত বুধবার রাতে বৃষ্টি শুরু হওয়ার পর থেকেই ভূমিধস শুরু হয় বলে জানিয়েছেন গভর্ণর।
সূত্র: নিউ ইয়র্ক টাইমস
বিডি-প্রতিদিন/২১ আগস্ট, ২০১৭/ওয়াসিফ