ডোকলাম ইস্যুতে গতবারের চেয়ে এবার অনেকটাই সুর নরম করল বেইজিং। চীনা মিডিয়ার নতুন একটি ভিডিওকে কার্যত জয় হিসাবেই দেখছে নয়াদিল্লি।
কয়েকদিন আগেই চীনা সংবাদমাধ্যম জিনহুয়া একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করে ভারত ও ভারতীয় সেনাকে নিয়ে ঠাট্টা করে। ওই ভিডিওতে ভারতের সেনাদের প্রতি যে ভাষা ও কুরুচিপূর্ণ মন্তব্য ব্যবহার করা হয়েছিল, তার প্রবল সমালোচনা হয়। অভিযোগ ওঠে, সেই ভিডিওতে ভারতের বিভিন্ন জাতি-ধর্মালম্বীদের নিয়েও অশালীন ঠাট্টা করা হয়েছে।
এর জবাবে ভারতের একাধিক সংবাদমাধ্যম ও নেটিজেনরা চীনকে নিশানা করে একাধিক ভিডিও আপলোড করতে থাকেন। ভারতের বিরুদ্ধে সাতটি ‘পাপ’ করার যে অভিযোগ তুলেছিল চীনা সংবাদমধ্যম, তা এক কথায় উড়িয়ে পালটা চিনের একাধিক আগ্রাসনের পরিসংখ্যান তুলে ধরা হয় ভারতের তরফ থেকেও।
এর মধ্যেই প্রকাশ্যে চলে আসে গত ১৫ আগস্ট লাদাখে চীনা সেনার জঘন্য আক্রমণের ভিডিও। ওই ভিডিওতে ভারতীয় সেনাদের বিরুদ্ধে চীনা সেনাকে পাথর ছুড়তে দেখা যায়। এরপর চাপে পড়ে যায় চীন। আন্তর্জাতিক মহল আগেই বেইজিংয়ের সঙ্গত্যাগ করেছে। আমেরিকা বারবার চীনকে সতর্ক করে এসেছে। জাপান এসে সরাসরি ভারতের পাশে দাঁড়িয়েছে। সবমিলিয়ে কোনওভাবেই ডোকলাম ইস্যুতে জয় সম্ভব নয় বুঝে এবার শান্তির পথে হাঁটার বাণী শোনাল বেইজিং।
বিডি প্রতিদিন / ২১ আগস্ট, ২০১৭ / তাফসীর