আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে পুলিশের এক সদর দপ্তরে বুধবার এক আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প গত সোমবার যুদ্ধ-বিধ্বস্ত দেশটিতে মার্কিন সৈন্য পাঠানোর ঘোষণা দেয়ার পর এটাই তালেবানদের প্রথম বড় হামলা।
হেলমান্ডের প্রাদেশিক গভর্নরের এক মুখপাত্র জানান, লস্কর গা পুলিশ সদর দপ্তরের কাছাকাছি একটি পাকিং এ এক আত্মঘাতী বোমা বহনকারী গাড়ির বিস্ফোরণ ঘটানো হয়।
তিনি বলেন, এতে পাঁচজন বেসামরিক নাগরিক নিহত এবং নারী ও শিশুসহ ২৫জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৩ আগস্ট ২০১৭/এনায়েত করিম