ডাচ শহর রটারড্যামের নিকটে গ্যাস সিলিন্ডারসহ একটি ভ্যানগাড়ি পাওয়া গেছে বলে স্প্যানিশ পুলিশের ইঙ্গিতে শহরটিতে একটি রক গানের কনসার্ট বাতিল করা হয়েছে।
এ ব্যাপারে দক্ষিণ হল্যান্ডের শহরটির মেয়র আবু তালেব সাংবাদিকদের বলেন, স্পেনে নিবন্ধনকৃত ভ্যানটির চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। এদিকে শহরের মাজিলো ভ্যেনু কর্তৃপক্ষ জানিয়েছে, মার্কিন ব্যান্ডদল আল্লাহ-লাসের একটা কনসার্ট বাতিল করা হয়েছে সন্ত্রাসী হুমকির কারণে। তবে আবু তালেব জানান, ভ্যানটির সাথে এ হুমকির সম্পর্ক আছে কিনা এখনো স্পষ্ট নয়।
অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের নিকটের এক সড়ক থেকে ভ্যানচালককে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, স্পেনে গত সপ্তাহে দু'টি গাড়ি হামলায় নিহত হন ১৫ জন, আহত হয়েছিলেন ১০০ জনেরও বেশি।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/২৪ আগস্ট, ২০১৭/ওয়াসিফ