ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বৃহস্পতিবার মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। খবর সিনহুয়ার।
দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র এক কর্মকর্তা জানান, এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০। এটির উৎপত্তিস্থল ছিল জম্মু ও কাশ্মীর অঞ্চলে।’
উল্লেখ্য, ২০০৫ সালের অক্টোবরে ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি শক্তিশালী ভূমিকম্পে উভয় অঞ্চলে প্রায় ৮০ হাজার লোক প্রাণ হারান।
বিডি প্রতিদিন/২৪ আগস্ট ২০১৭/এনায়েত করিম