ভারত-চিন-ভুটানের সীমান্তে মিশে থাকা বিতর্কিত জমি ডোকলাম নিয়ে গত কয়েক মাসের পরিস্থিতি ছিল ঘোরালো। তবে ভারত ও চীনের এই দুই দেশ এখন বিষয়টি নিয়ে শান্তিপূর্ণ সহাবস্থানে এসেছে। যুদ্ধ পরিস্থিতি আপাতত স্থগিত। তবু দুই দেশের সেনা সীমান্তে কড়া নজর রেখেছে। তবে চীন সীমান্তবর্তী ভারতের সব জায়গা কি সুরক্ষিত? সম্প্রতি তারই খোঁজ নিতে গিয়েছিল বিবিসি।
বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে, অরুণাচল প্রদেশ দিয়ে চীনে প্রবেশ করতে হলে ভারতীয় সীমান্তের সর্বশেষ গ্রামে গিয়েছিলেন বিবিসি প্রতিনিধিরা।
দুর্গম পাহাড়ি পথ দিয়ে সেখানে যেতে হয়। অরুণাচল প্রদেশের আরও উত্তর পূর্বে গেলে তবেই এই গ্রামটির দর্শন পাওয়া যায়।গ্রামের নাম চাংলোহাগাম। মেঘ ও পাহাড় এখানে কথা বলে। বৃষ্টি সিক্ত গ্রামের সৌন্দর্য আরও মোহময়ী। এক কথায় প্রাকৃতিক পরিবেশ এখানে অসাধারণ, অদ্বিতীয়, তুলনাহীন। কিন্তু মানুষের দৈনন্দিন জীবন খুব কষ্টকর। কারোর শারীরিক কোনও সমস্যা হলে আশপাশে কোনও হাসপাতাল নেই। রোগীকে নিয়ে যেতে হয় ৫ ঘণ্টা দূরের হাসপাতালে। রাতবিরাতে কেউ অসুস্থ হলে তাই পড়শিরাই ভরসা।
বিডি প্রতিদিন/১৫ অক্টোবর ২০১৭/আরাফাত