পুলিশি হেফাজতে থাকার পর গত শুক্রবার গুরমিত রাম রহিম সিংহের পালিত কন্যা হানিপ্রীতকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে হানিপ্রীতের ঠিকানা আম্বালা সেন্ট্রাল জেল। হানিপ্রীত ছাড়া তাঁর ছায়াসঙ্গী সুখদীপ কউরকেও সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু জেলে কেমন কাটলো হানিপ্রীতের প্রথম দিন?
পুলিশ জানিয়েছে, জেলের প্রথম রাতে মুখে কিছুই তুলেননি হানিপ্রীত। এমনকী, তিনি সারাটা রাত না ঘুমিয়ে কাটিয়েছেন বলেও খবর। এই সময়ে সহযোগী সুখদীপের সঙ্গে এখন কোনো কথাই বলেননি তিনি।
গত ২৫ অগস্ট জোড়া ধর্ষণ ঘটনায় রাম রহিমের ২০ বছর কারাদণ্ড ঘোষণার দিন থেকেই পলাতক ছিলেন হানিপ্রীত। টানা ৩৮ দিন বেপাত্তা থাকার পর ৩ অক্টোবর পুলিশের জালে ধরা পড়েন তিনি। জিজ্ঞাসাবাদের জন্য এতদিন পুলিশ হেফাজতে রাখা হয়েছিল হানিপ্রীতকে।
বিডি-প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৭/মাহবুব