সেবাস্তিয়ান কুর্জ। বয়স ৩১ বছর। আর এই বয়সেই দলীয় প্রধান হিসেবে অস্ট্রিয়ার জাতীয় নির্বাচনে নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। দল বিজয়ী হলে তিনি হবেন বিশ্বের সর্বকনিষ্ঠ সরকারপ্রধান। কুর্জ বর্তমানে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
গত মে মাসে রক্ষণশীল পিপলস পার্টির (ওভিপি) প্রধান হিসেবে দায়িত্ব নেন। তার নেতৃত্বে ওভিপির যেন নবজন্ম হয়েছে।
স্থানীয় সময় রবিবার সকালে অস্ট্রিয়ায় জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। আগাম জরিপ অনুযায়ী, জয়ের সম্ভাবনা কুর্জের ওভিপির। একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও জোট সরকার গঠনের সুযোগ পাবেন কুর্জ। তাই যদি হয়, তাহলে তরুণ সরকারপ্রধান হিসেবে তিনি হবেন অতুলনীয়।
এখনও পর্যন্ত বর্তমান বিশ্বে সর্বকনিষ্ঠ সরকারপ্রধান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।
আগাম জরিপ অনুযায়ী, নির্বাচনে দ্বিতীয় স্থানের জন্য লড়ছে ফ্রিডম পার্টি ও সোস্যাল ডেমোক্র্যাটস পার্টি।
ধারণা করা হচ্ছে, ফ্রিডম পার্টি আগামী জোট সরকারে যোগ দেয়ার সুযোগ পেতে চলেছে। তাদের নির্বাচনী প্রচারে গুরুত্ব পেয়েছে অভিবাসন বিরোধিতা।
২০১৫ সালে ইউরোপে অভিবাসী সঙ্কট শুরু হলে ফ্রিডম পার্টি ইস্যুটিকে বড় করে তোলে এবং অভিবাসন আইন কঠোর করার পক্ষে প্রচার চালায়। মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে আসা লাখ লাখ আশ্রয়প্রার্থী নিয়ে চরম টানাপড়েন সৃষ্টি হয় ইউরোপে।
বিডি প্রতিদিন/১৬ অক্টোবর ২০১৭/আরাফাত