ভারতের উত্তরপ্রদেশের ক্ষমতাসীন দল বিজেপি’র বিধায়ক সঙ্গীত সোম বলেছেন, ‘তাজমহল নির্মাণ করেছেন বিশ্বাসঘাতকরা, তাই ভারতের ইতিহাসে এই তাজমহলের কোন স্থান থাকা উচিত নয়’। রবিবার উত্তরপ্রদেশের মীরাটের সিসোলি গ্রামে একটি জনসভা থেকে তিনি এই মন্তব্য করেন।
বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহলকে ভারতের সংস্কৃতির কলঙ্ক বলে উল্লেখ করে উপস্থিত মানুষের সামনে সঙ্গীত সোম বলেন, ‘উত্তরপ্রদেশের ট্যুরিজম বুকলেট থেকে তাজমহলকে সরিয়ে দেওয়ায় অনেকেই হতাশ হয়েছেন। আমরা কোন ইতিহাসের কথা বলছি? তাজমহল এমন একজন মানুষ (শাহজাহান) নির্মাণ করেছিলেন, যিনি তাঁর নিজের বাবাকে কারাগারে আটকে রেখেছিলেন। তিনি হিন্দুদের মুছে ফেলতে চেয়েছিলেন। এইসব মানুষরা যদি ভারতীয় ইতিহাসে স্থান পায় তবে এটা খুবই দু:খজনক এবং আমরা এই ইতিহাসের বদল ঘটাবো’।
কয়েকদিন আগেই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ সরকার যে ট্যুরিজম গাইড প্রকাশিত হয়েছিল সেখানে প্রেমের সৌধ বলে পরিচিত তাজমহলকে অন্তর্ভুক্ত না করায় বিতর্ক কম হয় নি। তারই মধ্যে বিজেপি সাংসদের এই মন্তব্য ফের নতুন বিতর্কের জন্ম দিল।
বিতর্কিত এই মন্তেব্যের পাশাপাশি সোম আরো বলেন, মহম্মদ আলি জওহর বিশ্ববিদ্যালয় সন্ত্রাসের পীঠস্থান। তবে এবারই নয়, এর আগেও বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করে বির্তকের শিরোনামে এসেছেন এই বিজেপি নেতা। সাম্প্রতিকালে উত্তরপ্রদেশের মুজাফফরনগর দাঙ্গা নিয়ে জ্বালাময়ী বক্তব্য রাখেন, যা নিয়ে প্রচুর বিতর্ক হয়। পরে অবশ্য তাকে ক্লিন চিটও দেওয়া হয়।
বিডি প্রতিদিন/১৬ অক্টোবর ২০১৭/আরাফাত/হিমেল