ইসলামিক স্টেটের বিরূদ্ধে অভিযান আরও জোরদার করছে ইরাক। সেই লক্ষ্যে সোমবার সরকারি বাহিনীকে তেল সমৃদ্ধ কিরকুক প্রদেশে প্রবেশের নির্দেশ দিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আবাদি।
এ ব্যাপারে আল-ইরাকিয়া টিভি চ্যানেলের খবরে জানানো হয়, কিরকুকের বিভিন্ন এলাকায় ইরাকের কাউন্টার টেররিজম সার্ভিস, ফেডারেল পুলিশ বাহিনী ও নবম সাঁজোয়া ডিভিশন মোতায়েন করা হয়েছে। আরও জানানো হয়, কোনো ধরণের বাধা ছাড়াই এ সেনা মোতায়েন প্রক্রিয়া সহজভাবে চলে।
সূত্র: সিনহুয়া
বিডি-প্রতিদিন/ ১৬ অক্টোবর, ২০১৭/ ওয়াসিফ