আয়ারল্যান্ডের দিকে ধেয়ে আসছে হারিকেন ওফেলিয়া। সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে উত্তর আয়ারল্যান্ডের উপকূলে।
ইতোমধ্যেই বেলফাস্ট শহরের বিমানবন্দরে ১১টি বিমান বাতিল করা হয়েছে। স্কুল, কলেজ, সরকারি অফিস ছুটি দিয়ে দিয়েছে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয়েছে দোকানপাট, শপিং মল। মানুষজনকে ঘরের ভিতরেই থাকতে নির্দেশ দিয়েছে প্রশাসন।
উপকূলবর্তী এলাকায় আবহাওয়া দপ্তর জারি করেছে লাল সতর্কতা। ঝড়ের দাপটে দক্ষিণ-পশ্চিম আয়ারল্যান্ড উপকূলে ঢেউয়ের উচ্চতা হয়েছে ২৭ ফুট। মৎস্যজীবীসহ সবাইকে সমুদ্র থেকে দূরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর