ভক্তদের অনুদান দিয়ে রীতিমতো ব্যবসা করত ধর্ষক বাবা গুরমিত রামরহিম। তথ্যের অধিকার আইনের এমনই তথ্য হাতে এসেছে তদন্তকারীদের কাছে।
জানা গেছে, ২০১০–১১ আর্থিক বর্ষে ৫০ কোটি টাকা লাভ করেছিল ডেরা সচ্চা সৌদা। প্রতি বছরই ধর্ষক বাবা ভক্তদের দেওয়া আর্থিক অনুদান নিজের একাধিক ব্যবসায়িক কাজে ব্যবহার করত। একাধিক সামাজিক উন্নয়ন ও স্বেচ্ছাসেবী সংস্থা তৈরি করে এই অর্থ সংগ্রহ করত বাবা।
শাহ সতনামজি ফাউন্ডেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির একার সংগ্রহ ছিল বছরে ১ কোটি ৮০ লক্ষ টাকা। শাহ সতনামজি গ্রিন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সংগ্রহ ছিল ৩ কোটি টাকা। ভক্তরা বিশ্বাস করে যে অনুদান ধর্ষক বাবার ডেরাকে দিতেন, সেই বিপুল পরিমাণ অর্থ দিয়ে নিজের একাধিক ব্যবসা চালাত রামরহিম।
সূত্রের খবর, হানিপ্রীতের পরামর্শেই সেই টাকা রামরহিম ছবি তৈরিতে ব্যবহার করেছিল। এমনকী হানিপ্রীতের পরামর্শেই ভক্তদের নিয়ে মিউজিকাল নাইটও করত রামরহিম। এক একটি অনুষ্ঠানে কয়েক কোটি টাকা আয় হত ডেরার।
সিনেমা তৈরি করে প্রায় ১০০ কোটি টাকা লাভ হয়েছিল ডেরা সচ্চা সৌদার। অথচ তল্লাশির সময় সেখান থেকে মাত্র ১২ হাজার টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ। ডেরা থেকে গা ঢাকা দেওয়ার সময় হানিপ্রীত দুটি বড় সুটকেস সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সম্ভবত সেগুলিতে শুধু টাকা ছিল।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর