ভারতের প্রধানমন্ত্রীর দফতরে আগুন আতঙ্ক। ভোর রাতে সাউথ ব্লকের রাইসিনা হিলসে নরেন্দ্র মোদির দফতরের ২৪২ নম্বর ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে।
ফায়ার সার্ভিস সূত্রে খবর, ভোর রাত ৩টা ৩৫ মিনিট নাগাদ আগুনের শিখা দেখা যায়। সঙ্গে সঙ্গে ঘটনা স্থলে পৌঁছে যায় ১০টি ফায়ার সার্ভিসের ইঞ্জিন। তাদের তৎপরতায় পরে নিয়ন্ত্রণে আসে আগুন।
ফায়ার সার্ভিসের ডিভিশান অফিসার গুরমুখ সিং জানিয়েছেন, ২০ মিনিটের মধ্যে আয়ত্তে চলে এসেছিল আগুন। সম্ভবত এসি-র শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে আশঙ্কা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন