পর্তুগালে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৪১-এ দাঁড়িয়েছে। এ পর্যন্ত ৭১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
পর্তুগালের সিভিল প্রটেকশন অ্যাজেন্সির মুখপাত্র প্যাট্রিসিয়া গাসপার এ তথ্য দিয়েছেন। গত রবিবার থেকে পর্তুগালের ৫০০টির বেশি স্থানে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে।
প্রাণহানির ঘটনায় মঙ্গলবার থেকে তিন দিনের শোক ঘোষণা করা হয়। দাবানল নিয়ন্ত্রণে ব্যর্থতার বিষয়টি স্বীকার করে নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
বিডি প্রতিদিন/১৮ অক্টোবর, ২০১৭/ফারজানা