যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার বলেছেন, 'কোনো একদিন হয়তো উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বন্ধু হতে পারি। যেটা হলো খুবই ভালো হবে।'
কিন্তু ট্রাম্প নিশ্চিত নন, ভবিষ্যতে এমনটা হবে কী না। ভিয়েতনামে একটি সংবাদ সম্মেলনে 'কিমের বন্ধু নিজেকে দেখতে পারবেন কী না' জানতে চাইলে ট্রাম্প এসব কথা বলেন।
তিনি আরও বলেন, 'এটা হলে খুবই অদ্ভূত হবে। আর এটা কেবল সম্ভাবনা মাত্র। এটা হলে উত্তর কোরিয়ার জন্য ভালো হবে। সারা বিশ্বের জন্যও সেটি ভালো হবে। এটা হতে পারে। এটা এমন কিছু (কিম-ট্রাম্পের বন্ধুত্ব) যা ঘটতে পারে। আমি জানি না, এটা হবে কী না। তবে হলে খুবই ভালো হবে।'সূত্র : রয়টার্স
বিডি প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/ফারজানা