স্পেনের কাতলোনিয়াকে কেন্দ্রীয় শাসনের অধীনে নিয়ে আসার পর প্রথমবারের মতো অঞ্চলটিতে সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রাহয়।
রবিবার অঞ্চলটিতে সফর করেন তিনি। এদিকে শনিবার থেকে আঞ্চলিক নেতাদের মুক্তির দাবিতে কাতালোনিয়ায় হাজার হাজার লোক রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।
মারিয়ানো রাহয় রবিবার স্থানীয় সময় বেলা ১১টায় কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় পৌঁছান। আগামী মাসের নির্বাচনে তার পপুলার পার্টির প্রচারণাকে সামনে রেখে তিনি এই সফর করলেন।
কাতালান নেতা কার্লেস পুজেমনকে বরখাস্ত, তার আঞ্চলিক সরকারের ক্ষমতা কেড়ে নিয়ে পার্লামেন্টকে ভেঙ্গে দেয়া এবং অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিল করার দুই সপ্তাহ পর তিনি সেখানে গেলেন।
তিনি ২১ ডিসেম্বর সেখানে নতুন করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করেছেন। স্পেনের বার্সেলোনায় শনিবার বিচ্ছিন্নতাবাদী কাতালান নেতাদের মুক্তির দাবিতে সাড়ে সাত লাখ লোক বিক্ষোভ করেছে। স্পেনের কাছ থেকে স্বাধীনতা দাবি করায় তাদের আটক করা হয়েছে।
তবে রাহয় বার্সেলোনায় জনসম্মুখে বের হবেন না। সেখানকার একটি হোটেলে তার দলের মনোনীত এক প্রার্থীর একটি অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।
বিডিপ্রতিদিন/ ১২ নভেম্বর, ২০১৭/ ই জাহান