রাষ্ট্রদোহীতার অভিযোগে জঙ্গি সংগঠন অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ)’এর সাবেক প্রধান রঞ্জিত দেববর্মাকে আটক করেছে ভারতের ত্রিপুরার রাজ্যের পুলিশ।
রবিবার পুলিশের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। চার বছর আগেই এই সন্ত্রাসীকেই ভারতের হাতে তুলে দিয়েছিল বাংলাদেশ।
পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার অভিজিৎ সপ্তর্শি জানান, ‘শনিবার রাতে পশ্চিম ত্রিপুরার সিধাই’এ নিজের বাসা থেকে দেববর্মাকে আটক করা হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রদোহীতার পাশাপাশি খোয়াই জেলার তেলিয়ামুরা পুলিশ থানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে’।
এ ব্যাপারে খোয়াই জেলার পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানান, ‘সাবেক এই সন্ত্রাসী নেতাকে স্থানীয় আদালতে তোলা হয়েছে। স্থানীয় থানার অনুমতি না নিয়েই গত সপ্তাহে রঞ্জিত দেববর্মা তেলিয়ামুরাতে একটি জনসভা করেন। সেখানে পূর্বের জমিদার শাসিত ত্রিপুরাকে ভারতীয় ইউনিয়নের সঙ্গে একীভূত করাকে চ্যালেঞ্জ জানান। পাশাপাািশ ওই সভা থেকে রাষ্ট্র বিরোধী কিছু বক্তব্যও রাখেন তিনি’।
উল্লেখ্য গণহত্যা, অপহরণসহ বিভিন্ন অপারাধের অভিযোগে ২০১২ দেববর্মার বিরুদ্ধে ইন্টারপোলের পক্ষ থেকে রেড অ্যালার্ট নোটিশ জারির পরই তাকে আটক করে বাংলাদেশ পুলিশ। এরপর ২০১৩ সালের জানুয়ারিতে মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে ভারতে পুশব্যাক করা হয় দেববর্মাকে। পরে তাকে ত্রিপুরায় নিয়ে আসা হয় এবং ত্রিপুরা রাজ্য পুলিশ তাকে আটক করে। ২০১৫ সালে আদালত থেকে জামিনে মুক্তি পায় দেববর্মা।
বিভিন্ন সময়ে আত্মসমর্পণ করা সাবেক সন্ত্রাসীদের নিয়ে সম্প্রতি ত্রিপুরা ইউনাইটেড পিপলস কাউন্সিল নামে একটি সংগঠন তৈরি করেছে দেববর্মা।
বিডি-প্রতিদিন/১২ নভেম্বর, ২০১৭/মাহবুব