ইরাকের রাজধানী বাগদাদে ৭ দশমিক ৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্প দেশটির উত্তরাঞ্চলের বড় অংশ ধসে গেছে। এছাড়া এ ভূমিকম্প ইরান সীমান্তজুড়ে ৮টি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সময় রবিবার রাত ৯টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে।
ভয়াবহ এ ভূমিকম্পে ইরান সীমান্তে অন্তত ৬১ জন ও ইরাকে চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৫০০ জন। এদের মধ্যে ইরানে ৩০০ জন, সুলাইমানিয়াহতে ৫০ জন ও খানাকিন শহরে ১৫০ জন।
ইরাকি আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইরান সীমান্তের কাছে কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়াহ প্রদেশের পেনজিনে।
বিডি প্রতিদিন/এ মজুমদার