ইরাকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। এটি ছিল দেশটির সেনাবাহিনীর একটি নিয়মিত উড়ান। যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং সেখানে থাকা সাতজনই মারা যান।
এ ব্যাপারে রবিবার দেশটির সেনাবাহিনীর একটি বিবৃতি ও বিমানবাহিনীর কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য জানান।
সেনাবাহিনী সূত্র জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
জানা যায়, রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার সময় বাগদাদ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ওয়াসিট সিটির রাজধানী শহর কুট এর একটি ট্রেনিং মিশনে ছিল।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ