ইরান-ইরাকের পাশাপাশি দক্ষিণ আমেরিকার দেশ কোস্টারিকায়ও শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রবিবার রাতে ভূমিকম্পটি এ আঘাত হানে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ৫। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর এএফপি’র।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মধ্য আমেরিকার এই দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় জনপ্রিয় পর্যটন নগরী জাকোর কাছে স্থানীয় সময় রাত ৮টা ২৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এতে সুনামির কোনো সতর্কতা জারি করেনি। এ অঞ্চলে প্রথম দফা ভূমিকম্প আঘাত হানার পর সেখানে আরও কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়।
টুইটারে দেয়া এ বার্তায় জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, তার এই ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/এনায়েত করিম