ভারতের অন্ধ্রপ্রদেশে একটি নৌকা ডুবে অন্তত ১৬ পুন্যার্থীর মৃত্যু হয়েছে বলে ভারতীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। পুলিশ বলছে, নৌকাটিতে ৩৮ জন যাত্রী ছিল, যার বেশিরভাগই একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
সোমবার বিবিসির খবরে বলা হয়েছে, হায়দরাবাদ থেকে ২৭৫ কিলোমটিার দূরে বিজয়াদ্দার কৃষ্ণ নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ব্যাপারে দেশটির ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্স বলেছে, ২০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে আরও কোনো মরদেহ আছে কিনা তা জানতে উদ্ধার অভিযান চলছে। রাজ্যের পর্যটনমন্ত্রী এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।
এদিকে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নৌকাটিতে অতিরিক্ত লোক তোলা হয়েছিল। এছাড়া নৌকার মালিকের বৈধ কোনো কাগজপত্রও ছিল না।
এ ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিস থেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ ১৩ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ