লেবাননে হামলা হলে ইসরায়েলের দিকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুটবে বলে ধারণা সামরিক বিশেষজ্ঞদের। আরবের বিভিন্ন সংবাদ মাধ্যম 'রায় আল ইউম'এর এক প্রতিবেদনে এমনটাই তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সৌদি আরব ও লেবাননে যুদ্ধের আশঙ্কা ছড়ালেও সম্ভাব্য যুদ্ধের পরিণতি নিয়ে ভাবছে ইসরায়েলও। ইজরায়েলি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর কমান্ডারদের আশঙ্কা, যুদ্ধ শুরু হলে লেবানন থেকে ইসরায়েলের দিকে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে।
বিডি প্রতিদিন/১৩ নভেম্বর ২০১৭/আরাফাত