যেকেন মুহূর্তে চীন-রাশিয়া হামলা চালালে যুক্তরাজ্য নিজেকে রক্ষা করতে পারবে না বলে মন্তব্য করেছেন, দেশটির সাবেক সেনাপ্রধান জেনারেল স্যার রিচার্ড ব্যারোনস। আধুনিক যুদ্ধকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে যুক্তরাজ্য এই ধরণের হামলা মোকাবেলা করতে পারবে না বলে জানান তিনি। যুক্তরাজ্যর একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ১৯৮৯ সালে যুদ্ধ শেষ হওয়ার পর সামরিক বাহিনীর প্রয়োজন নিয়ে পুরোপুরি কোন মূল্যায়ন যুক্তরাজ্যে চালায় নি। সামরিক খাতে যথাযথ বিনিয়োগ ছাড়া নিজ ভূখণ্ড রক্ষা করতে বা মিত্রদের সহায়তা করতে যুক্তরাজ্য পারবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার