সিরিয়ার আলেপ্পো প্রদেশের একটি মার্কেটে বিমান হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকডজন লোক। এ হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।
সোমবার বিদ্রোহী-নিয়ন্ত্রিত আতারেব শহরের ওই মার্কেটে এই হামলা চালানো হয়।
সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা এসওএইচআর বলছে, সোমবার অন্তত তিনবার হামলা হয়েছে মার্কেটটিতে। নিহতদের মধ্যে পাঁচ শিশু ও তিন নারী রয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন