সোমালিয়ার নিরাপত্তা বাহিনী সামরিক এক অভিযানে কথিত ইসলামি জঙ্গি সংগঠন আল শাবাবের ৮১ জন সশস্ত্র সদস্যকে হত্যা করেছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী। শনিবার দক্ষিণ সোমালিয়ার মধ্য জুব্বা অঞ্চলের জিলিব জেলায় আল শাবাবের ঘাঁটি লক্ষ্য করে বিশেষ নিরাপত্তা বাহিনী অভিযান চালায়।
সোমবার তথ্যমন্ত্রী আবদির হমান ওসমান গণমাধ্যমকে জানান, নতুন করে হামলার উদ্দেশ্যে এ সব এলাকায় সংগঠিত হয়েছিল জঙ্গি সংগঠনটি। অভিযানে এপাচি হেলিকপ্টার দিয়ে শাবাবের ঘাঁটি ও সামরিক যানবাহন ধ্বংস করা হয়। তবে অভিযানে কোন ধরণের বেসামরিক নাগরিক নিহত হয়েছে কিনা এবং এতে মার্কিন বাহিনীর অংশগ্রহণ ছিল কিনা সেটা নিশ্চিত করে বলতে পারেনি সংবাদমাধ্যমগুলো।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে মার্কিন বাহিনীর অংশগ্রহণ ছিল বলে জানা যায়। মার্কিন সেনাবাহিনীর এক বিবৃতিতে, শনিবার সোমালিয়া সরকারকে জঙ্গি দমনে সহযোগিতা করতে মার্কিন বিমান হামলায় এক জঙ্গি সদস্য নিহত হয় বলে জানা গেছে।
তবে আল শাবাবের মুখপাত্র দাবি, জিলিব এলাকায় কোন ধরণের অভিযানের ঘটনা ঘটেনি। সেখানেও তাদের কোন যোদ্ধাও নিহত হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর
বিডি-প্রতিদিন/ ১৪ নভেম্বর, ২০১৭/ ওয়াসিফ