জেরুজালেমকে ইসরাইলি রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধিতা করেছেন দেশটির সংস্কৃতিকর্মীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে পাঠানো এক চিঠিতে তারা এ বিরোধিতা করেন।
চিঠিতে লেখা, '১০ ডিসেম্বর গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ম্যাক্রো (ফ্রান্সের) মন্তব্য করেছেন, জেরুজালেমের বিষয়ে আমেরিকার সিদ্ধান্ত 'শান্তির জন্য হুমকি'। কিন্তু বিষয়টা তার চেয়েও বেশি বিপজ্জনক।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প সে অর্জনের চেষ্টা করেছেন যা ইসরায়েল গত ৫০ বছর ধরে অস্ত্রের জোরে অর্জনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, ফিলিস্তিনিদের মুছে ফেলার মাধ্যমে, তাদের রাজনৈতিক-সাংস্কৃতিক পরিচয় মুছে দেয়ার মাধ্যমে, তাদের নিজ শহর থেকে তাদের মুছে ফেলার মাধ্যমে।'
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা