রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের আসার খবরে চিলিতে বেশ কয়েকটি ক্যাথলিক গির্জা ভাঙচুর করেছেন বিক্ষোভকারীরা। এছাড়া চিলি সফরে গেলে তাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ারও হুমকি দেয়া হয়েছে।
প্রসঙ্গত, আগামী সপ্তাহে তার চিলি সফরের কথা রয়েছে।
জানা গেছে, শক্রবার চিলি রাজধানীর চারটি গির্জা ভাঙচুর করা হয়েছে। ভাঙচুর চালানোর সময়ই পোপ ফ্রান্সিসকে হুমকি দিয়ে লেখা ওই নোট রেখে যান বিক্ষোভকারীরা। এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যমগুলো সূত্রে জানা গেছে, ওই নোটে লেখা আছে পরের বোমাটি দিয়ে পোপ ফ্রান্সিসের শরীরের জামাকাপড় পোড়ানো হবে।
এদিকে, এরই মধ্যে এ ব্যাপারে তদন্ত শুরু করেছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। তবে সহিংসতার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এমনকি কাউকে এখন পর্যন্ত গ্রেফতারের ঘটনাও ঘটেনি।
সূত্র: আলজাজিরা
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ