ফের গণধর্ষণের পর খুনের অভিযোগ ভারতের উত্তরপ্রদেশে। বুলন্দ শহরের পর এবার মেরঠে। মাত্র ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে মেরঠের প্রতাপপুরে।
স্থানীয় মন্দিরের পুরোহিতের মেয়েকে অপহরণ করে দুষ্কৃতকারীরা। গত ২৭ ডিসেম্বর থেকেই নিখোঁজ মেয়ের খোঁজে থানায় অভিযোগ দায়ের করেন পুরোহিত। শুক্রবার, পাশের ক্ষেত থেকে কিশোরীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়।
মোদীনগরের পুলিশ জানিয়েছে, গোটা শরীরেই আঘাতের দাগ। কোনও ধারালো অস্ত্র দিয়েই খুন করা হয়েছে। ঘাড়ের পাশে সিগারেটের ছ্যাঁকার দাগও পাওয়া গেছে। এই ঘটনায় ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৮/আরাফাত