ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে শনিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে পুকুরে পড়ে গেলে অন্তত আট জন নিহত ও আরো ১০ জনের বেশি লোক আহত হয়েছে। দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।
কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত রাজ্যের হাসান জেলার কারিকিরির কাছে জাতীয় মহাসড়ক ৭৫-এ এই দুর্ঘটনা ঘটে।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাষ্ট্রীয় মালিকানাধীন বাসটিতে চালক ও কন্ডাক্টরসহ ৫০ আরোহী ছিল। দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেইলিং ভেঙ্গে নিচে পড়ে যায়।’ খবর সিনহুয়া’র।
এতে ঘটনাস্থলেই দুই নারীসহ ৮ জন নিহত হয়। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় বাসটির চালকও মারা গেছেন।
বাসটি বেঙ্গালুরু থেকে ধারমাস্তালা যাচ্ছিল।
বিডি প্রতিদিন/১৩ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম