যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অনেক বেশি আকর্ষণীয়। 'স্বর্গের' সৌন্দর্য অবলোকন প্রতি বছর বহু মানুষ সেখানে যান। স্থানীয় সময় শনিবার সকালে যখন হাওয়াইয়ে 'ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে' এমন খবর আসলো তখনও রাজ্যে অবস্থানরতদের বেশিরভাগই ছিলেন পর্যটক। সকালে ঘুম থেকে উঠেই তারা 'নরক' যন্ত্রণায় পড়েন।
সকাল সকালই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাওয়াইয়ে ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে। রাজ্যের কয়েক লাখ বাসিন্দার ফোনে হাওয়াই ইমারজেন্সি ম্যানেজম্যান্ট এজেন্সির পাঠানো ওই বার্তায় আরও বলা হয়, এটা সত্যিকারের অ্যালার্ট।
আরও পড়ুন: 'ভুল' বোতামে চাপ, যুক্তরাষ্ট্র জুড়ে ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্ক
আধা ঘণ্টার বেশি সময় ধরে আতঙ্কে ছিলেন রাজ্যের বাসিন্দারা। প্রথমে ভুল বার্তা পাঠানোর ৩৮ মিনিট পর দ্বিতীয় বার্তটি আসে। তাতে বলা হয়, একজন কর্মকর্তা কম্পিউটারে ভুল বোতামে চাপ দেয়ায় ওই ভুল বার্তা পৌঁছেছে।
দ্বিতীয় বার্তাটি আসার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন জোসেলিন আজবেল (২৪)। হাওয়াইয়ে মাওয়ি নামের যে হোটেলে তিনি ছিলেন হামলার খবর আসার পর তার বেজমেন্টে আশ্রয় নেন। গরুর পালের মতো গাদাগাদি করে আতঙ্কিত সবাই সেখানে দাঁড়িয়ে ছিলেন।আজবেল নামের সেই নারী মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, হাওয়াই অনেক সুন্দর। কিন্তু এখানে আমি মরতে চাই না।
শুধু আজবেল নয়, হাওয়াইয়ে সেদিন যারা অবস্থান করছিলেন সবারই একই অবস্থা হয়েছিল। সবাই কাঁদছিল। খুবই আতঙ্কিত ছিল। কফির দোকানে টেবিলের নিচেসহ যে যেখানে পেরেছেন আশ্রয় নিয়েছেন। সবাই টেলিভিশন ও রেডিওর পরবর্তী সংবাদের জন্য উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছিলেন।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি, ২০১৮/ফারজানা