কোনও মহড়া নয়, ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়তে চলেছে আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জে। অবিলম্বে নিরাপদ স্থানে আশ্রয় নিন সবাই। শনিবার স্থানীয় সময় সকালে হাওয়াইয়ের সব বাসিন্দা এবং পর্যটকরা সেলফোনে এই বার্তা পান।
এরপরই হুলুস্থুলু পড়ে যায় হাওয়াইজুড়ে। হাওয়াই যেহেতু উত্তর কোরিয়ার খুব কাছে তাই কিম জং উনের মিসাইল হুমকি সত্যি হতে চলেছে মনে করে নিরাপদ স্থানে আশ্রয় নিতে ছোটাছুটি শুরু করে দেন সবাই।
পর্যটকদের দেখা যায়, ব্যাগ গুছিয়ে হনুলুলু বিমানবন্দরের দিকে ছুটতে। যাত্রী সুরক্ষার কথা ভেবে বিমান সংস্থাগুলি যাত্রীদের একতলায় ব্যাগেজ ক্লেইম এলাকায় পাঠিয়ে দেয়।
পার্ল বন্দরের ভূগর্ভস্থ অঞ্চলে আশ্রয় নিতে হুড়োহুড়ি হয়। অনেকে আবার প্রিয়জনদের শেষ বিদায় জানিয়ে ম্যাসেজ করতে থাকেন। প্রায় ৩৮ মিনিট ধরে ওই গুজব দ্বীপপুঞ্জজুড়ে ঘোরাফেরা করে।
খবর পেয়ে তৎক্ষণাৎ হাওয়াইয়ের জরুরি সমস্যা দেখভালের দায়িত্বে থাকা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি বা ইএমএ সেলফোন এবং সোশ্যাল মিডিয়ায় আরেকটি বার্তায় বলে, সেখানে কোনও মিসাইল হানা হয়নি। পুরোটাই গুজব। তা সত্ত্বেও আতঙ্কিত মানুষজন আশ্বস্ত হননি। খবর যায় হোয়াইট হাউসে। সেখান থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, হাওয়াইয়ে কোনও মিসাইল হানা হয়নি। অবস্থা এমন হয় যে বিলবোর্ডে বার্তা দিয়ে প্রশাসনকে ঘোষণা করতে হয় কোনও ভয় নেই।
হাওয়াই ফেডারেল কমিউনিকেশন্স কমিশনের চেয়ারম্যান অজিত পাই কার ভুলে, কীভাবে এই গুজব ছড়াল তা জানতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। অবশেষে স্থানীয় সময় সকাল ৮.৪৫ মিনিট না ডেমোক্র্যাট সাংসদ তুলসী গ্যাবার্ড রাত পর্যন্ত টুইট করে আশ্বস্ত করেন সবাইকে।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৮/আরাফাত