ছয় দিনের সফরে ভারতে এসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
রবিবার দুপুরে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন নেতানিয়াহু। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সারা ও ১৩০ সদস্যের বিশাল প্রতিনিধি দল।
এদিন প্রোটোকল ভেঙে দিল্লি বিমানবন্দরে গিয়ে ভারত সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী সারা-কে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একপর্যায়ে বিমান থেকে নামার পর নেহানিয়াহু-কে জড়িয়ে ধরেন মোদি। দুইজনে কিছুক্ষণ কথা বলেন, পরে গণমাধ্যমের সামনে দুইজনেই বন্ধুত্বের মুষ্টিবদ্ধ হাত তুলে ধরেন।
ইসরায়েলি প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর কিছু পরেই টুইট করে আলিঙ্গনের ছবি পোস্ট করে মোদি জানান ‘আমার বন্ধু প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ভারতে স্বাগত। আপনার এই ভারত সফর ঐতিহাসিক ও স্পেশাল। এটা আমাদের দুই দেশের নিকট বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তশালী করবে’।
এর আগে ভারতে পা রাখার পরই ইসরায়েলি প্রধানমন্ত্রীও হিব্রু ও ইংরেজিতে টুইট করে জানান ‘আমরা ভারতে পা রেখেছি। আমার ভাল বন্ধু নরেন্দ্র মোদি-কে এই উষ্ণ অভিনন্দনের জন্য ধন্যবাদ জানাই’।
দীর্ঘ ১৫ বছর পর এই প্রথম কোন ইসরায়েলি প্রধানমন্ত্রী ভারত সফরে এলেন। তাঁর সঙ্গেই সম্ভবত এই প্রথম সেদেশ থেকে একটি বড় ব্যবসায়িক প্রতিনিধি দলও ভারতে এল। এর আগে ২০০৩ সালে ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসাবে অ্যারিয়েল স্যারন ভারত সফর করেন।
ভারত সফরের উদ্দেশে দেশ ছাড়ার আগে গতকালই নেতানিয়াহু দুই দেশের মধ্যে একাধিক চুক্তির বিষয়ে ইঙ্গিত দেন।
তিনি বলেন ‘ভারতের মতো গুরুত্বপূর্ণ বিশ্ব শক্তি ও ইসরায়েলের মধ্যে আমরা সম্পর্ক জোরদার করছি। এটা আমাদের নিরাপত্তা, অর্থনীতি, বাণিজ্য ও পর্যটন স্বার্থে সহায়ক হবে পাশাপাশি অন্য অনেক ক্ষেত্রেও তার সুফলতা আসবে’।
ইসরায়েলের পক্ষে এটা বড় আশীর্বাদ বলেও মন্তব্য করেন নেতানিয়াহু।
ভারতে পৌঁছে এদিন বিকালেই ভারতীয় সেনা জওয়ানের শহীদ বেদি তিন মূর্তি মনুমেন্ট পরিদর্শনে যান দুই দেশের প্রধানমন্ত্রী। সেখানে শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানান তাঁরা। রাতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সম্মানে মোদির দেওয়া নৈশভোজে উপস্থিত থাকবেন এই দুই রাষ্ট্র প্রধান।
ছয় দিনের এই ভারত সফরে একাধিক কর্মসূচীতে অংশ নেবেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। আমেদাবাদ, মুম্বাই সফরে যাবেন তিনি। আগ্রায় গিয়ে তাজমহলও পরিদর্শন করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ১৫ জানুয়ারি দিল্লিতে ইন্ডিয়া-ইসরায়েল সিইও ফোরামে অংশ নেবেন। দেখা করবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ’এর সাথে। আগামী ১৬ জানুয়ারি দিল্লির তাজ প্যালেসে তৃতীয় ‘রাইসিনা ডায়লগ’এর উদ্বোধনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন দুই প্রধানমন্ত্রী। তিন দিন ধরে চলা ওই অনুষ্ঠানে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, অষ্ট্রেলিয়া, রাশিয়া, সিঙ্গাপুর, মরিশাস, পোল্যান্ড, হাঙ্গেরি, ইরান সহ একাধিক দেশের প্রতিনিধিরা অংশ নেবেন।
বিডিপ্রতিদিন/ ১৪ জানুয়ারি, ২০১৮/ ই জাহান